১. তালেবে ইলমের প্রধান কাজ হলো লেখাপড়া ও আমল-আখলাক সুন্দর করা। অতএব এ ব্যাপারে যতœবান থাকা।
২. কোন অবস্থাতেই তালেবে ইলমের শানের খেলাপ কোন কাজে লিপ্ত না হওয়া।
৩. দরসী কিতাবের অর্থ ও উদ্দেশ্য বোঝার জন্য গভীর মনোযোগের সাথে মুতালাআ করা এবং উস্তাদের দিকনির্দেশনা অনুসরণ করা।
৪. বোঝার চেষ্টা না করে শুধু নোট দেখে অর্থ ও উদ্দেশ্য মুখস্থ না করা। কারণ এতে যোগ্যতা তৈরির পথ রুদ্ধ হয়ে যায়।
৫. ইয়াজদহম থেকে কাফিয়া পর্যন্ত সকল ছাত্রের জন্য আবশ্যক হলো প্রত্যহ কমপক্ষে আধাঘন্টা হাতের লেখার অনুশীলন করা।
৬. গুরুত্বের সাথে সামনের সবক মুতালাআ করে দরসে উপস্থিত হওয়া এবং পরিপূর্ণ ধ্যান ও মনোযোগিতার সাথে উস্তাদের কথা শোনা।
৭. সময়মত তাকরার করা এবং যে কোন বিষয় বোঝার প্রয়োজন হলে উস্তাদের শরণাপন্ন হওয়া।
৮. প্রতিদিনের সবক পরিপূর্ণরূপে ইয়াদ করা এবং মুযাকারা ও ফিকিরের মাধ্যমে জেহেনে বসিয়ে নেয়া।
৯. বৃহস্পতিবার দুপুরের খানার পর থেকে শনিবার দরসের পূর্ব পর্যন্ত পেছনের সপ্তাহের পঠিত সবক ইয়াদ করা।