১. জামাত বিভাগে বছরে ৪টি এবং কিরাত ও হিফজ বিভাগে ৩টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জিলহজ¦ মাসের প্রথম সপ্তাহে শুধুমাত্র জামাত বিভাগের মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সফরের ২য় সপ্তাহ থেকে ছেমাহী, জুমাদাল উলার ১ম সপ্তাহ থেকে শশমাহী এবং শাবান মাসের ২য় সপ্তাহ থেকে সালানা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২. প্রকৃত ওযরের কারণে কেউ পরীক্ষা দিতে অপারগ হলে নিয়মতান্ত্রিক ছুটি নিতে হবে। ছুটি শেষে পরীক্ষার নির্ধারিত ফি জমা দিয়ে মৌখিক পরীক্ষা দিতে হবে।
৩. ছুটি গ্রহণ ব্যতীত কেউ পরীক্ষায় অনুপস্থিত থাকলে তাকে পুনরায় পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হবে না। বরং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪. মাসিক পরীক্ষায় প্রশ্নের মান-৫০ এবং অন্য সকল পরীক্ষায় ১০০ হবে।
৫. হিদায়াতুন্নাহু পর্যন্ত মাসিক পরীক্ষায় ৪টি এবং ছেমাহী পরীক্ষায় ৮টি প্রশ্নের সবকয়টির উত্তর দিতে হবে। শশমাহী পরীক্ষায় ১০টি এবং সালানা পরীক্ষায় ১২টি প্রশ্নের মধ্যে ৮টির উত্তর দিতে হবে।
৬. কাফিয়া থেকে উপরে মাসিক পরীক্ষায় ৪টি এবং ছেমাহী পরীক্ষায় ৭টি প্রশ্নের সবকয়টির উত্তর দিতে হবে। শশমাহী পরীক্ষায় ৯টি এবং সালানা পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে ৭টির উত্তর দিতে হবে।
৭. মৌখিক পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে।
৮. তিলাওয়াতের পরীক্ষায় তিন জায়গা থেকে প্রশ্ন করা হবে।
৯. হাতের লেখা ও সুন্দর উপস্থাপনার জন্য হিদায়াতুন্নাহু পর্যন্ত সকল পরীক্ষায় শতকরা ৪ নম্বর থাকবে।
১০. কাফিয়া থেকে উপরে মাসিক পরীক্ষায় হাতের লেখা ও সুন্দর উপস্থাপনার জন্য ২ এবং আরবীতে উত্তর লেখার জন্য ৪ নম্বর থাকবে। আর অন্যান্য পরীক্ষায় হাতের লেখা ও সুন্দর উপস্থাপনার জন্য ৩ এবং আরবীতে উত্তর লেখার জন্য ৬ নম্বর থাকবে।