:
১. পরীক্ষার্থীর নিকট পরীক্ষার হলে কোন বই-কিতাব অথবা লিখিত খাতা বা সরাসরি খাতায় যুক্ত করার মত লুজ পাওয়া গেলে তার সকল বিষয়ের পরীক্ষা বাতিল করা হবে।
২. কোন পরীক্ষার্থীর নিকট সাধারণ কাগজে লিখিত নকল পাওয়া গেলে তার ঐ বিষয়ের পরীক্ষা বাতিল করা হবে।
৩. কোন পরীক্ষার্থীর নিকট কাগজ ব্যতীত ভিন্ন কিছুতে লিখিত নকল পাওয়া গেলে তার ঐ বিষয়ের প্রাপ্ত নম্বর হতে ৫ নম্বর কর্তন অথবা ১০ মিনিট পরীক্ষা স্থগিত করা হবে।
৪. পরীক্ষার হলে বা ইস্তিঞ্জার জন্য ছুটি নিয়ে বের হয়ে পরস্পরে কথা বললে কিংবা অপরের খাতা দেখে অনুকরণ করলে ৫ নম্বর কর্তন অথবা ১০ মিনিট পরীক্ষা স্থগিত করা হবে।
৫. পরীক্ষা চলাকালে কেউ রুমে প্রবেশ করলে তার প্রাপ্ত নম্বর থেকে ৫০% কর্তন করা হবে।
৬. পরীক্ষা চলাকালে কেউ রুমে প্রবেশ করে কিতাব দেখেছে বলে প্রমাণিত হলে তার সকল বিষয়ের পরীক্ষা বাতিল করা হবে।
৭. পরীক্ষা সংক্রান্ত অন্য কোন অপরাধ করলে তার ধরন ও মাত্রা হিসেবে সর্বোচ্চ ১০ নম্বর কর্তন অথবা ২০ মিনিট পরীক্ষা স্থগিত করা হবে।