১. পরীক্ষায় অকৃতকার্য হলে পরবর্তী পরীক্ষায় কৃতকার্য হওয়ার পূর্ব পর্যন্ত ফ্রি খানা বন্ধ করে দেয়া হবে। এ সময়ে খানা জারি করতে হলে পূর্ণ খোরাকি অর্থাৎ মাসে ১৮০০ প্রদান করতে হবে। অবশ্য ছাত্রের লেখাপড়ার উন্নতি লক্ষ্য করে নেগরান উস্তাদ সুপারিশ করলে পূর্বপ্রদেয় ফ্রি খানার সুবিধা পুনরায় চালু করা যেতে পারে; তবে তা ১ মাসের পূর্বে নয়।
২. ছুটি গ্রহণ ব্যতীত কেউ পরীক্ষায় অংশগ্রহণ না করলে পরবর্তী পরীক্ষায় কৃতকার্য হওয়ার পূর্ব পর্যন্ত ফ্রি খানা বন্ধ করে দেয়া হবে। এ সময়ে খানা জারি করতে হলে পূর্ণ খোরাকি প্রদান করতে হবে।
৩. শিক্ষকের কোটায় খাদ্য সহায়তাপ্রাপ্ত ছাত্ররা অকৃতকার্য হলে পরবর্তী পরীক্ষায় কৃতকার্য হওয়ার পূর্ব পর্যন্ত ফ্রি খানা/ফ্রি বেতন সুবিদা বন্ধ করে দেয়া হবে। এ সময়ে খানা জারি করতে হলে পূর্ণ খোরাকি প্রদান করতে হবে। অবশ্য ছাত্রের লেখাপড়ার উন্নতি লক্ষ্য করে তার অভিভাবক ও নেগরান উস্তাদ সুপারিশ করলে পূর্বপ্রদেয় সুবিধা পুনরায় চালু করা যেতে পারে; তবে তা ১ মাসের পূর্বে নয়।
৪. যে সকল ছাত্র লিল্লাহ তহবিল হতে খাদ্য সহায়তা গ্রহণ করে না বা পায় না তাদেরকে মুনাসেব পন্থায় সতর্ক করা হবে এবং অভিভাবককে অবহিত করা হবে।
৫. এতিমের কোটায় সহায়তা প্রাপ্ত ছাত্রদের খানা বন্ধ করা হবে না। তবে তাদেরকে মুনাসেব পন্থায় সতর্ক করা হবে এবং অভিভাবককে অবহিত করা হবে।
৬. জামাত বিভাগের মাসিক পরীক্ষায় অংশগ্রহণ না করলে বা অকৃতকার্য হলে অথবা খানার নম্বর না পেলে মুনাসেব পন্থায় সতর্ক করা হবে এবং অভিভাবককে অবহিত করা হবে।
৭. বোর্ডের জামাতের কোন ছাত্র ছুটি ব্যতীত শশমাহী পরীক্ষায় অনুপস্থিত থাকলে কিংবা একাধিক বিষয়ে ফেল করলে অথবা এক বিষয়ে ফেল করে গড় নম্বর ৪৫ এর নিচে থাকলে তাকে বোর্ড পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে না।
৮. বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ না করলে অথবা ভর্তির নম্বর না পেলে তাকে উপরের শ্রেণিতে ভর্তি করা হবে না। অবশ্য তাকে আরো এক বছর উক্ত শ্রেণিতে পড়ার সুযোগ দেয়া হবে তবে ফ্রি খানা প্রদান করা হবে না। আর ছুটি মঞ্জুরিসহ পরীক্ষায় অংশগ্রহণ না করলে নিয়মমাফিক মৌখিক পরীক্ষা গ্রহণ করত পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
৯. বোর্ডের জামাতের কোন ছাত্র বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পেলে তার বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হবে না এবং পরবর্তী শ্রেণিতে ভর্তিরও সুযোগ দেয়া হবে না। তবে পূর্বের নিয়মে শুধু পরবর্তী বছরের জন্য তাকে উক্ত শ্রেণিতে পুনরায় পড়ার সুযোগ দেয়া হবে।