১. প্রথম দিন পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট এবং অন্য দিনে কমপক্ষে ৫ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
২. পরীক্ষার হলে শুধু ক্লিপবোর্ড, দাগটানা কাগজ, কলম, পেন্সিল, ক্যালকুলেটর এবং জ্যামিতিবক্স সঙ্গে নেয়া যাবে।
৩. পরীক্ষার্থীকে নির্ধারিত সিটে বসতে হবে।
৪. কোনক্রমেই খাতায় নিজ নাম লেখা বা পরিচিতি মূলক কোন চিহ্ন ব্যবহার করা যাবে না।
৫. পরীক্ষা চলাকালে এদিক সেদিক তাকানো এবং হল নেগরান ব্যতীত কারো সাথে কথা বলা যাবে না। এমনকি কারো নিকট থেকে কলম, পেন্সিল, স্কেল, ফ্লুইড ও জ্যামিতিবক্স ইত্যাদি নেয়াও যাবে না।
৬. পরীক্ষার্থী নিজ হাতে, ক্লিপবোর্ডে এবং প্রশ্নপত্রে কোন কিছু লিখতে পারবে না। প্রয়োজনে অনুমোদিত লুজ কাগজে রাফ করতে পারবে।
৭. পরীক্ষা শুরু হওয়ার ১ঘন্টার মধ্যে ইস্তিঞ্জার ছুটি নিতে বা খাতা জমা দিতে পারবে না।
৮. ১ঘন্টা পর ইস্তিঞ্জার প্রয়োজন হলে হলের জিম্মাদার উস্তাদের অনুমতি নিয়ে কার্ডসহ নির্ধারিত ইস্তিঞ্জাখানায় যাবে এবং যথাসম্ভব দ্রæত ফিরে এসে কার্ড জমা দিতে হবে।
৯. পরীক্ষার্থীর যে কোন প্রয়োজন হলের জিম্মাদার উস্তাদকে জানাবে।
১০. পরীক্ষার হলে কোন ধরনের অসদুপায় প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১. কোন পরীক্ষার্থী নিজে কারো থেকে কোন প্রকার উত্তর জানার চেষ্টা করবে না এবং কাউকে বলেও দিবে না। কারণ এটা ইলমী খিয়ানত।
১২. কোন পরীক্ষার্থীকে অন্য পরীক্ষার্থী বিরক্ত করলে সে তৎক্ষণাৎ নেগরান উস্তাদকে অবহিত করবে।
১৩. প্রশ্নে কোন ধরনের আপত্তি, অস্পষ্টতা বা জড়তা থাকলে প্রথম ঘন্টার মধ্যেই নেগরান উস্তাদকে জানাতে হবে।
১৪. পরীক্ষার্থীর কোন প্রয়োজন দেখা দিলে নিজ স্থানে দাঁড়িয়ে যাবে। একাধিক পরীক্ষার্থীর এক জাতীয় জিজ্ঞাসা থাকলেও আপন আপন স্থানে দাঁড়িয়ে যাবে। কোনক্রমেই এক স্থানে জমা হবে না।
১৫. খাতা জমা দেয়ার সময় খাতার প্রথম পৃষ্ঠায় মোট ব্যবহৃত পৃষ্ঠাসংখ্যা উল্লেখ করে স্বাক্ষরপত্রে স্বাক্ষর করতে হবে।
১৬. স্বাক্ষরপত্রে স্বাক্ষর ছাড়া খাতা জমা গ্রহণের নিশ্চয়তা থাকবে না।