১। সুবহে সাদিকের ৩০ মিনিট পূর্বে ঘুম থেকে জাগ্রত হয়ে ২০ মিনিটের মধ্যে ইস্তিঞ্জা-অযু থেকে ফারেগ হয়ে কমপক্ষে ৪ রাকাত তাহাজ্জুদ নামায আদায় করবে।
২। তাহাজ্জুদ নামাযের পরে দুআ করে ছবক ইয়াদ করবে এবং যথাসময়ে ফজরের নামায আদায় করবে।
৩। নামায শেষে সূরা ইয়াসীন তিলাওয়াত করে সকলে একত্রে দুআ করবে।
৪। দুআ শেষে নিজ নিজ রুমে গিয়ে আধা ঘন্টা পর্যন্ত কুরআন তিলাওয়াত করে ছবক ইয়াদ বা মুতালাআ করবে।
৬। শীতকালে অর্থাৎ ১নভেমম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত বাদ ফজর তিলাওয়াতের পর থেকে ৮ টা ১৫মিনিট পর্যন্ত ছবক ইয়াদ এবং মুতালাআ করবে। ৮টা ৪৫ মিনিটের মধ্যে অযু-গোসল, খানা খাওয় এবং দুই রাকাত ্ইশরাক নামাযসহ সকল প্রয়োজন সেরে দরসে বসতে হবে। গ্রীষ্মকালে অর্থাৎ ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ফজরের নামাজের পর জিকির, দুআ, ও তেলাওয়াত শেষ করে ৭টা পর্যন্ত নিজ নিজ লেখাপড়ায় নিয়োজিত থাকবে।৭ টা থেকে ৮টা পর্যন্ত পর্যন্ত বিশ্রাম নিবে।ঘুম থেকে উঠে ৮টা ৩০ মিনিটের মধ্যে অযু-গোসল, খানা খাওয়া এবং দুই রাকাত ্ইশরাক নামাযসহ সকল প্রয়োজন সেরে দরসে বসতে হবে।
উল্লেখ্য:- কোন ছাত্রী নিতান্ত প্রয়োজন ব্যতীত উক্ত সময় ছাড়া অন্য কোন সময়ে গোসল করতে পারবে না।
৮। দুই রাকাত ইশরাকের নামায পড়ে ৮টা ৪৫মিনিটের মধ্যে দরসে হাজির হবে।
৯। ৮টা ৩০মিনিট থেকে ০১টা ২৫মিনিট পর্যন্ত ক্লাস রুটিন অনুসরণ করে চলবে।
১০। ০১টা ২৫মিনিট থেকে ২০মিনিটের মধ্যে ইস্তিঞ্জা অযু থেকে ফারেগ হয়ে ০১টা ৫০মিনিটে জোহরের নামায আদায় করবে।
১১। অতঃপর খানা খাওয়াসহ অন্যান্য প্রয়োজন থেকে ফারেগ হয়ে ২টা ৩০মিনিটের মধ্যে তাকরারে বসে যাবে এবং আসরের নামাযের ২০মিনিট পূর্ব পর্যন্ত অত্যন্ত মনযোগের সাথে তাকরার, মুযাকারা এবং ছবক ইয়াদ করবে।
১২। অতঃপর ইস্তিঞ্জা অযু থেকে ফারেগ হয়ে আসরের নামাযের প্রস্তুতি নিবে এবং যথাসময়ে আসরের নামায আদায় করবে।
১৩। আসরের নামায শেষে ছাত্রীদের জন্য অনুষ্ঠেয় বিশেষ তা’লীমে বসবে।
১৪। তা’লীম শেষে হাতের লিখা, সাহিত্য চর্চা, আরবী মুকালামা বা ব্যক্তিগত কোন প্রয়োজন থাকলে তা সেরে নিয়ে ইস্তিঞ্জা অযু থেকে ফারেগ হয়ে মাগরিবের নামাযের ১০ মিনিট পূর্বে নামাযের স্থানে উপস্থিত হয়ে আযানের পূর্ব পর্যন্ত দুআয় মগ্ন থাকবে।
১৫। মাগরিবের নামায শেষে আউয়াবীন নামায পড়ে নিজ নিজ রুমে গিয়ে সূরা ওয়াকেআ পড়ে ছবক ইয়াদ করতে লেগে যাবে।
১৬। গ্রীষ্মকালে অর্থাৎ ১৫ই এপ্রিল থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত সূরা ওয়াকেআ তিলাওয়াতের পর থেকে রাত ৮টা ৪৫মিনিট পর্যন্ত সবক ইয়াদ করবে।
১৭। ৮টা ৪৫মিনিট থেকে ৯টা ২৫মিনিটের মধ্যে রাতের খানাসহ সকল জরুরাত সেরে ইশার নামাযের প্রস্তুতি গ্রহণ করবে।
১৮। ৯টা ২৫মিনিটে ইশার নামায শুরু করবে এবং নামায শেষে সূরা মুল্ক খতম করে দুআয় অংশ গ্রহণ করবে।
১৯। দুআ শেষে ইস্তিঞ্জা অযু থেকে ফারেগ হয়ে ঘুমানোর প্রস্তুতি গ্রহণ করবে
২০। শীতকলে অর্থাৎ ১৬ই অক্টোবর থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত সূরা ওয়াকেআ তিলাওয়াতের পর থেকে রাত ৮টা ১৫মিনিট পর্যন্ত ছবক ইয়াদ এবং মুতালাআ করবে। আর ৮টা ১৫মিনিট থেকে ৮টা ৫৫মিনিটের মধ্যে রাতের খানা এবং ইস্তিঞ্জা অযু থেকে ফারেগ হয়ে ইশার নামাযের প্রস্তুতি গ্রহণ করবে।
২১। রাত ৯টায় ইশার নামায শুরু করবে এবং নামায শেষে সূরা মুল্ক খতম করে দুআয় অংশ গ্রহণ করবে।
২২। দুআ শেষে রাত ১০টা পর্যন্ত মনযোগের সাথে ছবক ইয়াদ বা মুতালাআ করে ঘুমানোর প্রস্তুতি গ্রহণ করবে
২৩। রাত ১০টা ১৫মিনিটের মধ্যে অবশ্যই ছুন্নাত তরীকায় শুয়ে পড়বে।