১। মাদরাসার নির্ধারিত ছুটি ব্যতীত কোন ছুটি নিবে না।
২। সবক চলাকালে কারো ১/২ঘন্টা ছুটি প্রয়োজন হলে দরসের উস্তাদের নিকট থেকে উপযুক্ত কারণ দর্শিয়ে নিতে হবে।
৩। দরস ব্যতীত ২/১ঘন্টার সাময়িক ছুটি নাজেমে দারুল ইকামা’র নিকট থেকে লিখিত নিতে হবে।
৪। পূর্ণ দিবসের ছুটি নিতে হলে নিগরাণ উস্তাদের সুপারিশ নিয়ে নাজেমে তা’লিমাত সাহেব বরাবর লিখিত দরখাস্তের মাধ্যমে নিতে হবে।
৫। দরখাস্তে ছুটি গ্রহণের প্রকৃত কারণ এবং ছুটির মিয়াদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৬। অনিবার্য ওজর ব্যতীত যখন-তখন ছুটি গ্রহণ করা যাবে না, বরং ঘন্টা শুরু হওয়ার পূর্বেই ছুটি মঞ্জুর করাতে হবে।
৭। ছুটি শেষে যথাসময়ে মাদরাসায় উপস্থিত হতে হবে। অন্যথায় কঠোর শাস্তির সম্মুখিন হতে হবে।
৮। কোন প্রকার পূর্ব অবহিত করণ ব্যতীত যথাসময়ে মাদরাসায় উপস্থিত না হলে অথবা ছুটি গ্রহণ ব্যতীত অনুপস্থিত থাকলে কঠোর শাস্তি, এমনকি ভর্তি বাতিল বলে বিবেচিত হবে।
৯। বাড়িতে যাওয়ার পর কোন ছাত্র অসুস্থ হলে অভিভাবক মাদরাসা কর্তপক্ষকে অবহিত করবে, এবং মাদরাসায় আসার সময় অভিভাবক স্বাক্ষরীত দরখাস্ত নাযেমে তালিমাত বরাবর পেশ করতে হবে।
১০। ৩০ দিন কোন ছাত্র ছুটি ছাড়া অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।