১. উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার ছক যথাযথভাবে পূরণ করবে। অতঃপর দ্বিতীয় পৃষ্ঠা থেকে লেখা শুরু করবে।
২. উত্তরপত্রে পৃষ্ঠানম্বর লিখবে।
৩. সুন্দর ও স্পষ্টাক্ষরে উভয় পৃষ্ঠায় লিখবে।
৪. প্রতি পৃষ্ঠায় কমপক্ষে ১৪ লাইন করে লেখার চেষ্টা করবে।
৫. কাগজের অপচয় থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে।
৬. প্রশ্নপত্র পাওয়ার পর ধীরস্থিরভাবে সবগুলো পড়ে নিবে। অতঃপর ক্রমান্বয়ে সর্বাধিক সহজ প্রশ্নের উত্তর লিখবে।
৭. কোন্ প্রশ্নের উত্তর লিখতে কতটুকু সময় লাগতে পারে তা অনুমান করে এমনভাবে লিখতে শুরু করবে যাতে উত্তর লেখা শেষে পুনরায় দেখার জন্য ১৫/২০ মিনিট সময় থাকে।
৮. মূল উত্তর লেখার জন্য কালো কালির কলম ব্যবহার করবে।
৯. উত্তরপত্রে কোনক্রমেই লাল কালি ব্যবহার করবে না।
১০. আরবী, বাংলা অথবা উর্দূ ভাষায় উত্তরপত্র লেখা যাবে।
১১. একই প্রশ্নের উত্তর একাধিক ভাষায় লেখা যাবে না। তবে পারিভাষিক শব্দ, অনুবাদ, উদাহরণ ও উদ্ধৃতির বিষয় ভিন্ন।
১২. উত্তর লেখার সময় উত্তরপত্রের চারপাশে এক ইঞ্চি পরিমাণ মার্জিন রাখতে হবে।
১৩. অংক পরীক্ষায় ‘রাফ’ লিখে স্বতন্ত্র পৃষ্ঠা ব্যবহার করা যাবে।
১৪. হল নেগরানের স্বাক্ষরিত কাগজ ছাড়া অন্য কোন কাগজ ব্যবহার করা যাবে না।
১৫. কোন পরীক্ষার্থীর হাতে অব্যবহৃত লুজ পেপার থেকে গেলে তা অবশ্যই ফেরত দিতে হবে।
১৬. প্রশ্নের উত্তর বা উত্তরের সাথে সঙ্গতিপূর্ণ বিষয় ব্যতীত কোন কিছু উত্তরপত্রে লেখা যাবে না।
১৭. মূল প্রশ্নের নম্বর এবং মূলের অধীনে থাকা শাখা প্রশ্নের নম্বর গুরুত্ব সহকারে লিখতে হবে। যেমন- ১ নং প্রশ্নের খ এর উত্তর।
১৮. প্রশ্নের পূর্ণ উত্তর না পারলে যতটুকু জানা আছে ততটুকুই লিখবে।
১৯. উত্তর লেখার সময় কোন একটি তথ্য স্মরণ না হলে প্রয়োজন পরিমাণ জায়গা খালি রেখে বাকি উত্তর লিখতে থাকবে। পরে স্মরণ হলে খালি জায়গা পূরণ করবে।
২০. যদি উত্তরের কোন অংশ ছুটে যায় তাহলে টিকা নম্বর দিয়ে মার্জিনে অথবা ভিন্ন পৃষ্ঠায় প্রশ্ন নম্বরের উদ্ধৃতিসহ লিখবে।
২১. ইতিহাস বা জীবনী সম্পর্কীয় প্রশ্ন হলে সন, তারিখ, জন্ম ও মৃত্যু উল্লেখ করা বাঞ্ছনীয়। এ ক্ষেত্রে মতভেদ থাকলে তাও উল্লেখ করবে।
২২. উত্তরপত্র জমা দেয়ার সময় পৃষ্ঠা নম্বরের ধারাবাহিকতা ঠিক রেখে লুজগুলো সংযুক্ত করে জমা দিবে।
২৩. কাফিয়া জামাত হতে তাকমীল পর্যন্ত আরবীতে উত্তর লেখার চেষ্টা করবে।